অপরের ত্রুটি সহসাই ধরি
দেখি না নিজের ভুল,
আপনিও করি সেই ভুল আমি
বুঝি না তো এক চুল।


ভালোবাসা আমি বাসি না কাউকে
তবু আমি চাই প্রেম,
শূন্য ভাড়ার তবু রোজ খুঁজি
অমূল্য সেই হেম।


পেতে কিছু হলে দিতে হয় ঢের
এ কথা মানি না আমি,
ভালো লাগে ভেবে "আমার মূল্য"
হীরের চেয়েও দামি।


ফুলের সুবাস পেতে চাই রোজ
চাই না করতে বাগ,
জোর করে চাই ফুলের সুবাস
না পেলেই করি রাগ।


বিবেকের ঘরে তালা দিয়ে রাখি
পরের বিবেক খুঁজি,
"নির্ভুল আমি"- ভেবে সুখ পাই
এটাই আমার পুঁজি।


২০/০৬/২০২২ ইং