তিনি বললেন--
এ অরাজকতা মানা যায় না
আবার মিছিলে হাঁটবো--
অনেকেই এই ভেবে আশ্বস্ত হয়েছিলেন যে,
বুদ্ধিজীবীদের--
থুড়ি ভাতাজীবীদের ঘুম ভাঙলো
নির্বাচনের পরে শামুকের মতো খোলসে ঢুকে গেল তার মুখ
নতুন ক'রে তিনি বললেন--
বললেই তা পালন করতে হবে কি?
আসলে- ভদ্রলোকের ভাতায় টান পড়েছিল
ভেবেছিল বিরোধীরা নির্বাচনে জিতে যাবে
তাই অধিক ভাতার আশায় অগ্রিম লাইন লাগিয়েছিলেন
অবস্থা বেগতিক দেখে "পুনর্মূষিকো ভব"


১৯/০৬/২০২৩ ইং