বাংলাটাকে যারা বলে গরিব লোকের ভাষা,
তারা সবাই আস্ত ছাগল দেখতে ভীষণ খাসা।
পরের ভাষা নিয়ে যারা করে নানান রঙ্গ,
আসুন আমরা তাড়াই তাদের থেকে এই না বঙ্গ।


মাতৃভাষা রক্ষাহেতু কিছু দামাল ছেলে,
বাহান্নতে দিয়েছিল বুকের রক্ত ঢেলে।
ফেব্রুয়ারির একুশ তারিখ পালন করে বিশ্ব,
আন্তর্জাতিক ভাষা দিবস নইতো আমরা নিঃস্ব।


সেই ভাষাকে আঘাত করে দিচ্ছে যারা গালি,
তাদের বুকে চরণ রেখে মারবো হাতে তালি।
মাতৃভাষা, মাতৃভূমি করে যারা হেলা,
তারা সবাই বিদেশিদের চরণ ধরা চেলা।


আসুন সবাই নতুন করে অস্ত্র ধরি ভুজে,
দেশের শত্রু করতে নিপাত মারবো ওদের খুঁজে।
যে ভাষাতে কথা বলে পুরাই মনের আশা,
সেই ভাষাকে গালি পাড়ে কেমন সে দুর্বাশা?


পৃথিবীতে আছে কি আর এমন মধুর ভাষা?
এই ভাষাতেই কথা বলি, চলে কাঁদা-হাসা।
ফাগুনের এই আগুন দিনে পলাশ যেমন ফোটে
হৃদয়ে তেমনি বাংলা ভাষার রক্ত রবি ওঠে।


২০/০২/২০২১ ইং


বিঃ দ্রঃ কবিতাটি আসরের বরেণ্য কবি সুদীপ্ত বিশ্বাসকে উৎসর্গ করলাম। গতকাল তাঁর লেখা "বুলশিট বেঙ্গলি" কবিতার কমেন্ট করতে গিয়ে এই কবিতার প্রথম স্তবকটি লিখেছিলাম। তাই কবিতাটি শ্রদ্ধেয় বরেণ্য কবিকেই উৎসর্গ করলাম।


আজ মহান "একুশে ফেব্রুয়ারি" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কবি বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।