সবাই খোঁজে সুখ, কিন্তু আমি কুড়াই দুঃখ--
পথে-প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমর্ষ দুঃখ--
সব জড়ো করে বানাবো দুঃখের পারমানবিক বোমা--
নিমেষে ছারখার করে দিতে চাই সব দুখি মানুষ--
পৃথিবীতে থাকবে শুধু ধনবান, বিত্তবান আর সুখিরা--
দুখি মানুষ না থাকলে সুখের সংজ্ঞা পাল্টে যাবে,
আর সুখ? পাখির মতো উড়ে যাবে আকাশ পানে--
অন্ধকার না থাকলে যেমন বোঝা যায় না আলোর মূল্য
তেমনি দুঃখ না থাকলে ওরা খুঁজে পাবেনা সুখ--
কেবল তখনই ওরা বুঝবে দুখি মানুষের কষ্ট--
যুদ্ধ হবে ধনবানে ধনবানে--
সুখি মানুষের সাথে সুখি মানুষের--
নেতার সাথে নেতার--
কেবল তখনই ওরা বুঝবে গরিব মানুষের অভাব--
গরিব, অনাহারী মানুষ অর্থাভাবে যেভাবে কষ্ট পায়
গরিব মানুষের অভাবে ওরা পাবে সুখের কষ্ট--
আসুন আমরা দুঃখ কুড়াই--
বানাই দুঃখের পারমানবিক বোমা--
উড়িয়া দিতে সমস্ত সুখের রাজত্ব
বিস্ফারিত করবো দুঃখের বিধ্বংসী বোমা--
ভরা ভাদরের অঝোর ধারা বৃষ্টির মতো
আকাশ থেকে ঝরে পড়বে
রাশি রাশি দুঃখের অগ্নি গোলক--


০৬/০২/২০২১ ইং