গরমে অতিষ্ঠ আজ মরমে মরমে মরি রোজ,
অলক্ষ্যে বিধাতা হাসে, করি শুধু প্রশান্তির খোঁজ!
রোদ্দুরের দাবানলে বাতাসের গায়ে অগ্নিজিভ,
অনল তৃষ্ণা মেটায়, কোথা বর্ষা সতেজ সজীব?
গাছের শাখায় বসে তৃষ্ণাতুর পাখি গান গায়,
বর্ষার আশায় থেকে কৃষকেরা করে হায়! হায়!!
তপ্ততাপে ঘর্ম ঝরে দেহ জুড়ে লবণের চাষ,
প্রকৃতিকে ধ্বংস করে মানবেরা করে হাঁসফাঁস।
দুষ্টের লোভের অগ্নি আমজনতার বলিদান,
নষ্টের কারিগরেরা হিমঘরে বসে গায় গান।


০১/০৫/২০২৪ ইং