তুমি এলে স্বপ্ন আসে
হাসে মিটিমিটি,
চলে গেলে স্বপ্ন ঘুমায়
মেলে না আর দিঠি।


তুমি এলে ভোরের সমীর
বয় যে মৃদুমন্দ,
মনে আনে সজীবতা
চলে গেলেই বন্ধ।


তুমি এলে পাখির কূজন
লাগে ভীষণ ভালো,
চলে গেলে বিরক্তিতে
মন হয়ে যায় কালো।


তুমি এলে আঁধার রাতের
হাজার তারার মেলা,
চন্দ্রপ্রভার অভাব ঘুচায়
দেখায় আলোর খেলা।


তোমায় দেখে ঊর্মিমালা
চটুল ছন্দে নাচে,
তালে তালে নেচে আসে
তোমার পায়ের কাছে।


তোমার পদযুগল চুমে
ঊর্মি মিলায় দূরে,
মন হয়ে যায় উদাস আমার
তোমার গানের সুরে।


তোমার হাসি, পাখির কূজন,
ঊর্মিমালার ছন্দ,
দূর করে দেয় মনের কষ্ট
দূর করে দেয় দ্বন্দ্ব।


কিন্তু তুমি চলে গেলে
বিষাদ ঘেরা এ মন,
আঁধার হরা রৌদ্র খোঁজে,
খোঁজে সুরের সুজন।


২৫/০৬/২০২১ ইং