রুদ্র বাজ (আর-৪২)
          --জগদীশ চন্দ্র মণ্ডল


এই দেশেতে জন্মেছিল
সূর্যতেজি সুভাষ,
সবার মনে ছড়িয়ে ছিল
ফুলের মতো সুবাস।


অকুতোভয় মহান নেতা
ছিল না আর কেউ তো হেথা
দেশকে বেসে ভালো,
অস্ত্র নিয়ে আপন করে
দেশের জন্য যুদ্ধ করে
আনতে স্বাধীন আলো।


বিনয়-বাদল-দীনেশ বাঘা
ক্ষুদিরামের মতো চাগা
দুঃসাহসী বীর,
ফিরিঙ্গিদের ভীতি হয়ে
মাতৃভূমির সূর্য জয়ে
ছিল ওরা থির।


বাধ্য হয়ে ব্রিটিশ শার্দূল
গলায় বেঁধে ভয়ের মাদুল
লেজ গুটিয়ে যায়,
লোভের নেশায় ভণ্ড নেতা
ভাঙবে এ দেশ জানতো কে তা?
পরের ভাগ্য ছিনিয়ে নিয়ে
চেটে মধু খায়,
তখন থেকে আমজনতা
করছে যে হায়! হায়!


ফুলের মধু খেয়ে ভণ্ড
উড়াল দিলেন স্বর্গে,
তার করা সব ভুলের মাশুল
দিচ্ছে মানুষ মর্গে।


তখন ছিল, আজো রাজে
ভণ্ড নেতার কর্ম বাজে,
দম্ভ ভরা কাজ,
জনগণের মাথায় ভেঙে
পড়ছে রুদ্র বাজ!


০১/০৬/২০২১ ইং