উত্তর প্রদেশের হাথরাস!
ধর্ষণ বিষে বিষাক্ত আকাশ, বাতাস!
নীলিমার নীল হয়ে গেছে ফিকে!
দোর্দন্ড প্রতাপশালী দিনমণি যেন আজ ম্রিয়মাণ!
জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করার ক্ষমতা রহিত!
শকুন খুঁজে বেড়াচ্ছে অসহায়, নিরন্ন মানুষের লাশ!


একটি দলিত মেয়ের আহাজারিতে বিদীর্ণ প্রকৃতি!
আবার বর্ণ সন্ত্রাস! সরিষার ভেতরে ভূত!
কে আশা দেবে? কে ভরসা দেবে
দলিত, অসহায়, নিরন্ন মানুষদের?
উচ্চ বর্ণের চার নন্দদুলাল ধর্ষক!
উনিশ বর্ষিয়া এক দলিত যুবতী;
তাকে ওরা ছিঁড়ে খুঁড়ে খেয়েছে!
কেটে নিয়েছে ওর জিহ্বা!
হায়েনার মতো শাণিত ওদের দন্ত-নখর!
ক্ষুধার্ত বাঘের চেয়ে হিংস্র ওদের স্বভাব!
আরো ভয়ঙ্কর, আরো বীভৎস ওদের মদদ দাতা
প্রশাসন! আশ্রয়দাতা পুলিশ!
ওরা বর্ণ সন্ত্রাসের আঁতুড়ঘর!
কেননা, প্রশাসনের নিচু তলা থেকে
উঁচু তলা অবধি বর্ণ হিন্দুদের দৃপ্ত পদচারণা!
রক্ষক-ই এখানে ভক্ষক!


মেয়েটির দেহ পুড়িয়ে দিয়েছে পুলিশ!
রাতের আঁধারে, পরিবারের অমতে।
প্রমাণ লোপাটের উদ্দেশে!
অগ্নিভষ্মে লুকিয়ে ফেলেছে প্রামাণ্য দলিল!
লাশকেও ওদের এত ভয়!
বাহ্ প্রশাসন! বাহ্!
দারুন কর্মতৎপরতা!
সাবাস!


০১/১০/২০২০ ইং