চাঁদের বুকে বিক্রম হাঁটে, আয় দেখে যা, ভাই রে!
এ অনুভব কোথায় রাখি, খুশির সীমা নাই রে!
আমার দেশের বিজ্ঞানীদের অনবরত চেষ্টা,
সফল আজি! আঁখি মেলে দেখ বেসুরা কেষ্টা!!


আমার বুকের মধ্যিখানে খুশির লক্ষ তারা,
ঝিকমিকিয়ে ছড়ায় আলো হয়ে আত্মহারা।
সবকিছুতে মন্দ খোঁজা গাদ্দারেরা শোন,
সুরা খেয়েও নাচতে পারো নেই আপত্তি কোন।


জগৎ সভায় ভারত মায়ের আসন হলো উচ্চ,
বাক বিতন্ডা, গাদ্দারি আজ ভীষণ রকম তুচ্ছ।
এখন শুধু সামনে ছোটা কাড়তে শ্রেষ্ঠ আসন,
আসুন সবাই কর্ম করি রেখে নষ্ট ভাষণ!


ভারত মায়ের এই বিজয়ে হাসো হৃদয় খুলে,
স্যালুট জানাও বিজ্ঞানীদের মাথার টুপি তুলে।
ঘরের আগল, মনের আগল খুলে এসো বাইরে,
এই সুদিনে মন খুশিতে তাইরে নাইরে গাইরে!


২৪/০৮/২০২৩ ইং


আমাদের দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল "চন্দ্রযান-৩" এর সফল অবতরণে বিজ্ঞানীদের জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা।