যতই বাড়ুক বাধার প্রাচীর উচ্চ করে ঘাড়,
ইচ্ছে শক্তির প্রাবল্যে তা পারবে হতে পার।
ইচ্ছে থাকলে পঙ্গু পারে লঙ্গিতে পাহাড়,
বিদ্যা লভে অন্ধ পারে তাড়াতে আঁধার।
মন যদি রয় বিবর মাঝে চক্ষু মুদে চুপ,
দেখবে কি সে পূর্ণিমা চাঁদ জোছনা ঝরায় টুপ?
প্রভাত রবির আলোক ছটা দেখতে যদি চাও,
সূর্যি মামা জাগার আগে আঁখি মেলে চাও।
জল সিঞ্চনে পুষ্প ফোটে, নয় শুকিয়ে কাঠ,
কষ্ট করলে ফকির পারে হতে বড়ো লাট।
ভাগ্য বিপর্যয়ের পরে গালে রেখে হাত,
থাকলে বসে ভাগ্যদেবী হবে না রে নাথ।
জীবন নদীর ঝড়-তুফানে শক্ত ধ'রে হাল,
সামনে বাড়ো---
ফিরবে সুদিন, উড়বে তোমার ভাঙা নায়ে পাল।


২১/০৪/২০২৪ ইং


বিঃ দ্রঃ অনবরত ভাগ্য বিপর্যয়ের কারণে এই কবিতাই এখন আমার সামনে বাড়ার মহামন্ত্র।