জীবনের যত আছে দুঃখ, ব্যথা শোক,
আজি এই নববর্ষে সব দূর হোক।
এসো সবে মিলে সৃজি সুখের আলয়,
বৃক্ষে বৃক্ষে শোভে দেখো নব কিশলয়।
প্রকৃতি সেজেছে কী যে মনোহর রূপে!
সুগন্ধ ছড়ায় যেন জ্বলে-জ্বলে ধূপে!
কী ব্যথা লুকায়ে মনে থাকো গৃহকোণ!
ভুলে শোক মনমাঝে সৃজ নীপবন।
ধুলো জমা কাগজের মতো যত জ্বালা,
ঝেড়ে ফেলো; পুরাতন শোকে মারো তালা।
এসো মিলে করি পণ ধরণীর ঠায়,
মিলেমিশে করি কাজ যত আছে দায়।
উঁচু-নিচু ভেদাভেদ করি পরিহার,
ধর্ম-বর্ণের বিভেদ যত ব্যভিচার,
উড়ে যাক, মুড়ে যাক অনাচার যত,
মানবতা চাষ করে দূর করি ক্ষত।
ছোট বলে কারে যেন না করি গো হেলা,
শিশুরা যেমন করে মিলেমিশে খেলা,
তেমনি সবাই এসো ভাবি সবে ভাই,
আমাদের সৃষ্টিকর্তা এক বিধাতাই।
এই নববর্ষে এসো করি অঙ্গীকার,
সুখে-দুখে সকলের সম অধিকার।


১৫/০৪/২০২১ ইং