আমার দাদু আত্মভোলা
রয় না মনে কিচ্ছু,
অকারণে আমার পিছে
লেগে বলে- বিচ্ছু!


রেগে বলে- কোথায় আমার
লেখার কলম-খাতা?
রোদে যাওয়ার সময় বলে-
কোথায় আমার ছাতা?


আমি থাকি সকল সময়
আমার পড়ায় ব্যস্ত,
তবুও দাদুর সব হারানোর
দোষ আমাতে ন্যস্ত।


দৌড়ে এসে দাদুর ছাতা
দেই নিমেষে খুঁজে,
আমায় দাদু আশিস দানে
আনন্দে চোখ বুজে।


যখন দাদুর খাতা-কলম
দেই এগিয়ে আমি,
ফোকলা মুখে দাদুর হাসি
হীরের চেয়ে দামি!


বাইরে গেলে দাদু আনে
হরেক মিষ্টি-মণ্ডা,
খাই আর লাফাই তাই না দেখে
দাদু বলে- ষণ্ডা!


আমার কাছে সব চে' প্রিয়
আমার সোনা দাদু,
আমিও তার নয়ন মণি
তাঁর আদরের আদু।


১০/০২/২০২৩ ইং


বিঃ দ্রঃ প্রকৃত নাম "আদিত্য"। কেউ কেউ বলে "আদি" দাদু বলে "আদু"।