রিমিতা খুব দুষ্টু মেয়ে চায় না লিখতে খাতায়,
মনযোগহীন দৃষ্টিখানি রাখে বইয়ের পাতায়।
চোখ বুলিয়ে বলে দুষ্টু- হয়ে গেছে পড়া,
ধরলে পড়া ভুলভাল বকে, চোখ হয় ছানাবড়া!
বসতে বললে পালায় দুষ্টু, যদি করি মানা,
অমনি এসে পড়তে বসে যতই করি না না।
কার্টুন কার্টুন কথা বলে শুনতে লাগে ভালো,
থির হয়ে সে পড়ে যদি ছড়ায় দীপ্ত আলো।
অংক ক'রে ভুল হলে সে হাসে মিটিমিটি,
ঠিক হলে রয় চুপটি ক'রে ঝিলিক মারে দিঠি।
পড়তে বসে যায় চলে সে টেবিলখানার তলে,
বসার জায়গায় ফের আনতে হয় নানান ছলে বলে।
যাই বলি না সঙ্গসুখ ওর ভীষণ ভালো লাগে,
সময় পাখি ফুড়ুৎ ফুড়ুৎ যায় উড়ে যায় রাগে!


২৯/০৭/২০২৩ ইং


শিশুতোষ ছড়া