শান্ত জলে হঠাৎ কেন ছুঁড়তে গেলে ঢিল?
এখন যে তার ঢেউয়ের তোড়ে যাচ্ছে ভেসে তীর।
যাচ্ছে ভেসে ঘুমন্ত চর, নিঝুম বাড়িঘর,
তারি ভেতর রুধির ধারার বইছে যে নহর।
বল তো এ কার দায়?
একটু ভেবে কর্ম করলে করতে না হায়! হায়!!


অবিমৃষ্যকারীর মতো করলে কেন কাজ?
নিরপরাধ নারী-শিশুর পড়ছে মাথায় বাজ।
শান্ত বনে আগুন জ্বেলে মারতে গেলে শের,
পালটা মারে মরছে শিশু, মরছে নারী ঢের।
বল তো এ কার দায়?
একটু ভেবে কর্ম করলে করতে না হায়! হায়!!


করার আগে ভাবতে শেখো, করার পরে নয়,
বাঁচবে নিজে, বাঁচবে মানুষ, হবেই হবে জয়।
বিভীষিকার এই যে আগুন
পোড়ায় জীবন, পোড়ায় ফাগুন
বল তো এ কার দায়?
একটু ভেবে কর্ম করলে করতে না হায়! হায়!!


১৬/১০/২০২৩ ইং