তোমার ওঠোঁটে সুখেরা হাসুক
প্রসূন যেমন হাসে,
পালিয়ে দুঃখ যাক না সুদূরে
বেদনা মথিত ত্রাসে।


দুঃখ-আঘাত এ জীবনে যেন
তটিনীর পথে নুড়ি,
কল্যাণময় আগামী গড়িতে
দাও না নিমেষে ছুঁড়ি।


শস্য ক্ষেতের আগাছা যেমন
ঝরায় বাড়তি ঘাম,
দুঃখ-বেদনা তেমনি জীবনে
পেতে চায় বেশি দাম।


ছেঁড়া পোশাকের মতোই দুঃখ
দূরে ছুঁড়ে ফেলে দাও,
শিশির সিক্ত গোলাপের মতো
সতেজ জীবন পাও।


জন্মদিনের এই শুভক্ষণে
অনন্ত ভালোবাসা,
হাসি-আনন্দে জীবন রাঙাও
এই শুধু প্রত্যাশা।


১৪/০২/২০২৩ ইং


"রেদোয়ান রহমান সুমনা" আমার হৃদয়ে ছোট বোনের আসনে আসিন। গত ০২/০২/২০২৩ ইং তারিখে তার জন্মদিন ছিল। কিন্ত তারিখটি আমার জানা ছিল না। সে সময় সাত দিনের সফরে সে আমার বাড়িতেই ছিল। গত ৩ তারিখে কেকসহ জন্মদিনের ছবি পোস্ট করলে সেখানে এই লেখার প্রথম দুটি স্তবক "আশীর্বাণী" হিসেবে লিখেছিলাম। সে লেখার খানিক পরিবর্তন করে এই কবিতা। তাই কবিতাটা আমার স্নেহের বোন "সুমনাকে" ই উৎসর্গ করলাম।