জীবন তো এমনই
গাছের পাতার মতো
বয়স বাড়লে ঝরে যায়
যেভাবে নতুন পল্লব দলে সেজে ওঠে বৃক্ষ শাখা
সেভাবে পুরাতন দেহ ছেড়ে আত্মা বাসা বাঁধে নব্য দেহে
পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাকের মতো
কবর দাও বা আগুনে পোড়াও নশ্বর শরীর মিশে যাবে পঞ্চভূতে


এই পৃথিবীর আলো-বাতাসে বেঁচে থাকবে শুধু কর্ম
যুগ যুগ ধ'রে
শতাব্দীর পর শতাব্দী ধ'রে
অনন্ত কাল
হেমলক বিষ খেয়ে মৃত্যুর পরেও বেঁচে আছে সক্রেটিস
বেঁচে আছে অসীম সাহসী জ্যোতির্বিজ্ঞানী ব্রুনো
আধিপত্যবাদী ধর্মযাজক বা শাসকও বেঁচে আছে
তবে ঘৃণার পাত্র হিসেবে


নিঃসঙ্গ আকাশে একাকী চাঁদের মতো একটাই তো জীবন
পুষ্প মালিকার মতো সু-কর্মের মালায় সাজাতে পারো তাকে
সাজাতে পারো 'টাইটান আরুম' নামের দুর্গন্ধময় ফুলের ঘ্রাণেও
সুনিপুণ কর্মের সৌন্দর্যে গোলাপের মতো রাঙাতে পারো জীবন
মাতাতে পারো হাসনুহানার মতো ঝাঁঝালো গন্ধে


জীবন তোমার
ভালো কাজ করে বেঁচে থাকতে চাও?
নাকি সজ্ঞানে ডুবে মরবে এঁদো ডোবায়?
সে সিদ্ধান্ত নিতে হবে তোমাকেই--


১২/০৩/২০২২ ইং