রোজ খুঁজি ফেলে আসা শৈশবের স্মৃতি
খুঁজে ফিরি দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ
আষাঢ়ের যৌবনবতী সেনখালিতে খুঁজি পেয়ারা বোঝাই পালতোলা নাও
খুঁজি ডানা মেলে উড়ে চলা যাযাবর সুখ
খুঁজি বটতলা বেঞ্চে বসে স্বপ্ন বোনা সোনালি সকাল
মনে হয় আজো
চোখের সামনে দিয়ে হেঁটে যায় উদাস রোদেলা দুপুর
শুনি বটের শাখায় বউ কথা কও বউ কথা কও ডাক
ইট কাঠ পাথরের কঠিন দেয়াল কেড়ে নিয়ে সুখ
হৃদয়ের কড়িকাঠে ঠেলে দেয় অনন্ত অসুখ


খুঁজে ফিরি ধূলি ধূসরিত মেঠো পথ
সোনালি ফসলে ভরা মাঠ
সবুজ গালিচা পাতা যুবক ফসল
বর্ষার অবিরাম বারিপাতে ভিজতে চায় মন
এখনো কানে আসে ঘরের পাশের ডোবায় বিরতিহীন ডাহুকের ডাক
চোখের সামনে আজো ভাসে ও পাড়ার বোবা ছেলেটির অমলিন হাসি
ইশারায় কথা বলা অঙ্গভঙ্গি
যার কখনো ছিল না কোনো সঙ্গী


নন্দিতা-  আরো খুঁজি তোমায়
হিজলের বনে
শিউলির মালা পরা সুশোভিত গলে
কত কথা বলে যেতে কী দারুণ ছলে!
হৃদয় অলিন্দে আজো দিয়ে যায় সুখ


স্মৃতির সরণি বেয়ে খুঁজি চৈত্রের দুপুর
খুঁজি সকালের শিউলি ফোটা সুগন্ধি ঘ্রাণ
বালুচরে হেসে ওঠা কাশফুল শোভা
আহা! কী দারুন মনোলোভা!
দখিনের সমীরণ দিয়ে যায় দোলা
স্মৃতির অঙ্গনে আমি আজো আত্মভোলা--


০৮/০৯/২০২১ ইং