চাঁদমামা তুই থাক না দূরে তোরচে ভালো মুখ,
আমার সাথে ঝগড়া করে, পাই যে দারুণ সুখ।

সকালবেলা চায়ের সাথে একটু খেমটা নাচ,
রঙ্গ দেখে অঙ্গ জ্বলে! কন্ঠ? ভাঙা কাঁচ।

সুখ টান দিয়ে বিড়িটাতে ভাবছি করবো কাজ,
এমন সময় চমকে উঠি! বিবির কণ্ঠে ঝাঁজ!

মাঠে কিংবা ঘাটে যাও ছাই, ঘরে বাজার নেই,
সময় মতো না পেলে ভাত নাচবে এসে ধেই।

আমি তোমার বাঁদি নই তো করবো বাজার-ঘাট,
বলছি রান্না হবে না আজ, যতই হও না লাট।

সন্তান পালন, ঘর সামলানো ঘরের বধূর কাজ,
তাই বলে ভাই বাজার করা? পেলাম একটু লাজ!

বললাম হেসে, রাগ করো না, দাওনা এনে ব্যাগ,
তোমার কিছু লাগলে সাথে দিয়ো করে ট্যাগ।

সকাল থেকে রাত অবধি এমনি কথার ঝাড়,
তোকে কখন দেখবো শশী? ছিঁড়ছে মাথার তার।

বউকে বলি, চাঁদের মতো দেখতে তোমার রূপ,
তোমায় পেয়ে আমি যে এই সোনাডাঙার ভূপ!

০৭/০৪/২০২১ ইং