চাঁদ-সূর্য রোজ ওঠে আকাশের গায়,
সবারে বিলায় আলো অকৃপণতায়।
করেনা তো ভেদাভেদ দখিনা সমীর,
সজীব-সতেজ করে সবার শরীর।


অকাতরে ছায়া দেয় দেখো তরুবর,
নেই কোন হিংসা-ঘৃণা নেই পরাপর।
বিধাতার শ্রেষ্ঠ জীব আমরা মানুষ,
লোভ-লালসায় কারো থাকেনা তো হুঁশ।


নদী বহে নিরবধি আপন ধারায়,
সবারে বিলায়ে জল সুখ খুঁজে পায়।
স্বার্থের পিছনে ছোটা লোকের স্বভাব,
যদি তার নাও থাকে কিছুতে অভাব।


দিন যায় রাত আসে খুঁজে ফেরে সুখ,
হৃদয়ের কোণে কোণে শুধুই অ-সুখ।
অপরের সুখ দেখে করে হায় হায়!
ভাবে বসে বিধাতায় আমাকে ঠকায়।


আপনার ত্রুটি কেউ পায় না তো খুঁজে,
কারো ক্ষতি হতে দেখে থাকে চোখ বুজে।
অপরের সুখ দেখে হিংসায় যে জ্বলে,
সুখের নাগাল তিনি পায় না তো ছলে।


কারো সুখ কেড়ে নিয়ে পায় কেউ সুখ,
কারো হাহাকার দেখে পায় না তো দুখ।
যেদিন আসবে যম ধরবে চিকুর,
সেদিন ভাঙবে ঘুম বুঝবে নিগূঢ়।


সুখ যদি পেতে চাও ভুলে যাও দ্বেষ,
কর্মের ভেতরে পাবে সুখের আবেশ।


০৭/১১/২০২০ ইং