অনেক খুঁজেছি তোমায়--
গ্রাম থেকে গঞ্জে, শহরের অলিতে-গলিতে,
ইট-পাথরের কঠিন দেয়ালে,
আকাশের নীলিমায়, বনবীথিকায়,
ক্ষণিক দেখা দিয়ে
ক্ষণপ্রভার মতো নিমেষে মিলিয়ে যাও তুমি--


সাগরের ঊর্মিমালায় খুঁজেছি তোমায়,
খুঁজেছি সৌম্য শান্ত পাহাড়ের পাদদেশে,
গিরি শিখরে--
মধুলোভী মক্ষিকার ডানায় ভর করে
খুঁজেছি তোমায় ফুলে ফুলে--
ফিরেছি ব্যথার সমুদ্দুর নিয়ে আপন আলয়ে,
ক্লান্ত অবসন্ন দেহে, ক্ষত-বিক্ষত হৃদয়ে--
অবশেষে পেয়েছি তোমার দেখা--
জননীর হাসিমুখে,
প্রেয়সীর বাঁকা চোখে,
অধরা লাবণ্যময়ী 'সুখ'--
পেয়েছি তোমায় প্রিয়জনের একান্ত সান্নিধ্যে,
নিবিড় বন্ধনে,
মধু মাখা হাসিতে--


বিত্ত-বৈভব, বিলাস-ব্যসন দেয়নি সুখ--
দিয়েছে মুঠি মুঠি অহংকার,
কেটেছে নির্ঘুম রাত, আরো পাওয়ার প্রত্যাশায়--
তোমায় ধরতে গেলে সরে গেছো তুমি
রুপালি চাঁদের মতো দূরে-- বহু দূরে--
যতই ছুটেছি তোমার পিছে--


আজ খুঁজে পেয়েছি তোমায়--
আঙিনার দূর্বাঘাসের ডগায় জ্বলজ্বলে নীহার বিন্দুতে,
পেয়েছি পাখির কাকলিতে,
কোকিলের কুহুতানে,
সোনালি ফসলের জমিতে অনাহারী কৃষকের হাসিতে--
প্রেয়সীর আবির রাঙা ঠোঁটের মৃদু ছোঁয়াতে--


হে মায়াবী 'সুখ'
তোমায় পেয়েছি আমি--


অতি অল্পে তুষ্ট হওয়ার সক্ষমতায়--


২৫/০৩/২০২১ ইং