নতুন বৌয়ের ত্রুটি পায়ে পায়ে,
খুঁজলে পাবে হাজার নজির শহর কিংবা গাঁয়ে।
হাসলে অমনি শ্বশ্রূ বলে, এ হাসি নয় ভালো,
নীরব থাকলে বলবে ওরে,
আছিস বল তুই কিসের ঘোরে?
মুখটা কেন করে আছিস হাঁড়ির মতো কালো?


কথায় কথায় বাপের বাড়ির দোষ,
একটু এদিক-ওদিক হলেই সবাই দেখায় রোষ।
সবাই বসে গল্প করবে বৌমা থাকবে ব্যস্ত,
একেক জনের একেক বায়না,
কেউ কারো চে' কম তো যায় না,
সংসারের সব সদস্যের কাজ বৌমার 'পরে ন্যস্ত।


নতুন বৌয়ের বদনামের নেই শেষ,
যার যা খুশি ব'লে সবাই থাকে সুখে বেশ।
সে যে মানুষ, তারও আছে দুঃখ পাওয়ার মন,
রক্ত মাংসে গড়া মানুষ,
নয় সে হাওয়া ভরা ফানুস,
এই কথাটি মনে রাখার করেনি কেউ পণ।


আদর-সোহাগ-ভালোবাসায় বড়ো,
দম দেওয়া এক পুতুল এখন, ভয়ে জড়সড়।
নতুন বাড়ি, নতুন নতুন লোকের সঙ্গে বাস,
ডাঙায় তোলা মাছের মত,
ছটফট করে অবিরত,
তার বেদনায় কৌতুকে সব করে পরিহাস।


পারো নাকি বাসতে তাকে ভালো?
ভাবো তাকে আপন কন্যা, ছড়াবে সে আলো।
আদর-সোহাগ-ভালোবাসায় জয় করো তার অন্তর,
বিনিময়ে সুখের রাশি,
দুখ তাড়াবার পুষ্প হাসি,
দ্বিগুণ হারে ফেরত পাবে বলছি আমি মন্তর।


১৭/০৩/২০২২ ইং