যদি সুখি হতে চাও- হাত ধরো
জীবনের আল পথে হাঁটি পাশাপাশি
ভাগ করে নেই লেপ্টে থাকা বিমর্ষ দুঃখ-বেদনা
ফসলি জমিতে গজিয়ে ওঠা আগাছা
উপড়ে ফেলা হয় যেভাবে
এসো, দুর্বার আঘাতে সেভাবে উপড়ে ফেলি
জীবন পথে গজিয়ে ওঠা কাঁটাঝোপ
বন্ধুর পথে ছড়িয়ে থাকা নুড়ি-পাথর
উপড়ে ফেলি সমাজদেহে গজিয়ে ওঠা আগাছাও
সুখ খুঁজে খুঁজে ক্লান্ত না হয়ে
এসো একান্ত আপন করে নেই পরমাত্মীয় দুঃখকে
যে কখনো ছেড়ে যায় না একা রেখে
জোঁকের মতো লেগে থাকে সর্বদা--


চারিদিকে তাকিয়ে দেখো--
নিরন্ন, অভাবী মানুষের হাহাকার
ভুখা মানুষের অগণন, অপুষ্ট মিছিল
তাহলে সংখ্যালঘু সুখ খুঁজে লাভ কি?
এসো, ভুখা-নাঙা, নিরন্ন মানুষের পাশে দাঁড়াই
এসো, দেহ জমিনে চাষ করি মানবতার
ময়লা-আবর্জনা ছুঁড়ে ফেলা হয় যেভাবে
এসো, সেভাবে ছুঁড়ে ফেলে দেই অহংকার
পা মেলাই নদীর মতো প্রবাহমান
নিরন্ন, নিপীড়িত মানুষের এলোমেলো মিছিলে
দুঃখের পাহাড় ঠেলে বেরিয়ে আসবে সুখ
হার মেনে যাবে হিমঘরে থাকা
সুখী মানুষের আরাম-আয়েশ
শিউলি ফুলের গন্ধের মতো দখিনা বাতাস
বয়ে আনবে সুখের অনাবিল ঘ্রাণ--


২০/০৭/২০২১ ইং