রোদ্দুর মেলেছে ডানা জানালার ফাঁকে,
প্রজাপতি ওড়ে সুখে দেখি ঝাঁকে ঝাঁকে।
অলস অবোধ যারা ঘুমিয়ে পাথর,
পায় কি তারা ভোরের রোদের আদর?
দুপুরের কড়া রোদ উত্তাপ ছড়ায়,
সেখানে আদর নেই, স্বেদাম্বু ঝরায়।
সকালের সোনা রোদে ভিটামিন থাকে,
নীরোগ সবল রাখে দেহ মনটাকে।
ভোরের আলোয় হাসে কাননে কুসুম,
মধু লোভী মক্ষিকার পড়ে যায় ধুম।
ওদের জীবন থেকে শিখে নাও পাঠ,
অনায়াসে খুলে যাবে সৌভাগ্যের হাট।
জীবনের পথ নয় সহজ সরল,
অযাচিত নেমে আসে বাধার ধকল।
বড়ো হ'তে হলে ভোরে ঘুম থেকে ওঠো,
প্রজাপতি সাথে খেলা করো আর ছোটো।
রোদ থেকে শুষে নাও ভিটামিন আর,
অধ্যয়নে জড়ো করো জ্ঞানের পাহাড়।
জীবনের সব বাধা হয়ে যাবে দূর,
ললাটে বর্ষিত হবে সুখের রোদ্দুর।


২৪/০৯/২০২৩ ইং


শিশুতোষ ছড়া


বিঃ দ্রঃ সৌমিতা ও রিমিতা ভীষণ মিষ্টি দুটো বাচ্চা মেয়ে। ওদের সকালবেলা পড়াই। প্রায়ই ওরা ঘুম থেকে উঠতে দেরি করে। আমাকে ডেকে তুলতে হয়। আজ হঠাৎ জানালায় তাকিয়ে দেখি ভোরের নরম আলো। তখন এই লেখাটার প্রথম চরণ মাথায় আসে। ওদের কারণেই লেখাটার সূত্রপাত। তাই ছড়াটা ওদের দুবোনকে উৎসর্গ করলাম।