স্বাধীনতা মানে মাথা উঁচু করে
দাঁড়িয়ে থাকার পণ,
পরাধীনতার শৃংখল ভাঙা
শান্তির তপবন।


স্বাধীনতা মানে কুজ্ঝটিকার
আঁধার তাড়িয়ে হাসা,
রবির কিরণে দীপ্তি ছড়ানো
পুষ্পিত ভালোবাসা।


স্বাধীনতা মানে বন্ধনহীন
স্রোতস্বিনীর চলা,
সুবাস ছড়ানো মাতৃ ভাষায়
অবিরাম কথা বলা।


স্বাধীনতা মানে বন্ধ জানালা
সোল্লাসে খোলা বায়ু,
গুমোট তাড়িয়ে সতেজ সমীরে
বাড়ায় জীবন আয়ু।


স্বাধীনতা মানে চপল নারীর
উছল ঝরনা হাসি,
নিদাঘ রোদের তপ্ত দহনে
বর্ষার বারিরাশি।


স্বাধীনতা মানে ঊষর মরুতে
ফলানো শষ্য দানা,
সযতনে রাখা, মূষিক কখনো
না বানায় তাকে খানা।


স্বাধীনতা মানে আজ নয় শুধু
আজীবন করা রণ,
মুষ্টিবদ্ধ কৃপাণে দেশের
প্রহরায় অনুক্ষণ।


১৫/০৮/২০২৩ ইং


গতকাল ১৫/০৮/২০২৩ ইং তারিখ ছিল আমাদের স্বাধীনতা দিবস। বাবার পারলৌকিক কাজে ব্যস্ত থাকায় লেখা পোস্ট করতে পারিনি। একদিন দেরিতে হলেও সব কবি বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের উঞ্চ অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা।