স্বাধীনতা একটি দেশের অনেক রক্তের ফল,
স্বাধীনতা মায়ের-বোনের কান্না ঝরা জল।
শত্রুমুক্ত করতে দেশকে লক্ষ দামাল ছেলে,
যুদ্ধে গিয়ে জীবন দিল বুকের রক্ত ঢেলে।


স্বাধীনতা নয়তো মোটেই ছেলের হাতের মোয়া,
স্বাধীনতা নয়তো মোটেই চায়ের কাপের ধোয়া।
মায়ের ইজ্জত, বোনের সম্মান, বিলিয়ে দিয়ে জান,
ডিসেম্বরে পেয়েছিলাম স্বাধীন দেশের মান।


স্বাধীনতা ভোরের সূর্য, শীতের পিঠার ঘ্রাণ,
স্বাধীনতা শিশুর হাসি দেয় জুড়িয়ে প্রাণ।
স্বাধীনতা বাজায় মনে মোহন মধুর বাঁশি,
জুড়ায় প্রাণ কৃষক-শ্রমিক, তাঁতি, জেলের হাসি।


স্বাধীনতা মায়ের হাসি, বোনের ভালের টিপ,
স্বাধীনতা গ্রাম বালিকার মৎস্য ধরার ছিপ।
ভাটিয়ালি, বাউল গানের মন মাতানো সুর,
নীল আকাশটা হাতের কাছে, হোকনা যত দূর।


স্বাধীনতা বাচ্চা ছেলের উদ্দাম নৃত্য কলা,
স্বাধীনতা বোবার মুখে হাজার কথা বলা।
খালের জলে, বিলের জলের স্বাধীন মাছের মত,
স্বাধীনতার অমল গন্ধে হাসে পাখি শত।


অনেক কষ্ট, ত্যাগের ফলে স্বাধীনতা আসে,
স্বার্থবিহীন ভালোবাসায় স্বাধীনতা হাসে।
করজোড়ে সবার কাছে এ মিনতি করি,
স্বাধীনতা রক্ষায় আসুন জীবন বাজি ধরি।


০৬/১২/২০২০ ইং