জীবন মানে যুদ্ধ ক্ষেত্র ঘরে কিংবা বাইরে,
ধৈর্য, সাহস, বুদ্ধি বলে চলতে হয় রে পথ।
জীবন তো নয় অলস দুপুর করবে তাইরে নাইরে,
জীবন মানে যুদ্ধ ক্ষেত্র ঘরে কিংবা বাইরে।
সময় নষ্ট করলে হেলায় পস্তাতে হয় ভাই রে,
কর্ম হচ্ছে জীবন পথের স্বর্গ ছোঁয়া রথ।
জীবন মানে যুদ্ধ ক্ষেত্র ঘরে কিংবা বাইরে,
ধৈর্য, সাহস, বুদ্ধি বলে চলতে হয় রে পথ।


১৭/০৬/২০২১ ইং