শিয়াল পণ্ডিত দেখলে মুরগি
কিংবা দেখলে ছাগল,
ধরার জন্য তাড়া করে
হয়ে ভীষণ পাগল।


জঙ্গল ছেড়ে শিয়াল পণ্ডিত
আসে যদি গাঁয়,
দেখামাত্র কুকুর সাহেব
তাড়া করে যায়।


হরিণ দেখলে বাঘ মহাশয়
তেড়ে-ফুঁড়ে ছুটে,
ধরতে পারলে রক্ত-মাংস
খায় যে চেটে-পুটে।


মানুষরূপী পশুগুলোর
স্বভাব ওদের মতো,
বিত্ত-বিদ্যায় ছোট যতো
আঘাত করে ততো।


আধিপত্য বজায় রাখতে
শক্তি জাহির করে,
দেয় বিসর্জন মানবতা
পশুর স্বভাব ধরে।


০২/১০/২০২১ ইং