তেল যদি দিতে পারো পাবে তুমি সব কিছু,
তেল ছাড়া এ জগতে চায়না তো কেউ পিছু।
তেল দিয়ে গাড়ি চলে তেলে চলে জলযান,
তেল ছাড়া রাঁধে যদি খেতে গিয়ে যায় জান।


তেল দিলে ভালো লাগে সব রকম ভর্তায়,
তেল দিলে খুশি থাকে অফিসার ও কর্তায়
তেল দেয়ার যোগ্যতা সব লোকের নাইরে,
তেলে খুশি থাকে লোকে ঘরে এবং বাইরে।


তেলবাজ ছোট নেতা পায় দারুণ আসন,
তেল না দিতে পারলে শুনতে হয় ভাষণ।
অফিসের বড়ো কর্তা চায়না তো ভালো কাজ,
তেল যিনি দিতে পারে তাকে দেয় সেরা তাজ।


কবি কিংবা দার্শনিক বড়ো যদি হতে চাও,
তেল দেয়া অভ্যেস টা ভাল করে শিখে নাও।
সমাজের বুকে তুমি পেতে যদি চাও দাম,
তেল দাও ভালো করে আছে যার খুব নাম।


তেল দেয়া সোজা নয় এ যে বড়ো কেরামতি,
যিনি পারে শিখে নিতে হয় সমাজের পতি।
তাই বলি সোনা ভাই তেল দেয়া শিখে নাও,
নেতা হয়ে সমাজের মেরে দেবে বড়ো দাও।


২১/০২/২০২১ ইং