তোমার কথা ভেবে ভেবে দিন হয়ে যায় পার,
তবুও তোমার পাই না দেখা মন হয়ে যায় ভার।
নিত্য তোমায় খুঁজে মরি,
কোথায় তুমি থাকো হরি?
দেখা দিয়ে দুঃখ নাশো পার করো সংসার,
নিত্যদিনের দুঃখ-আঘাত সয় না প্রাণে আর।


ভালো ভেবে যা যা করি সব হয়ে যায় ভুল,
চেষ্টা করি ভুল না করার হিসেবে এক চুল।
তবুও দেখি ভুলের মেলা,
হয়তো এসব তোমার খেলা,
ভাগ্যকে দোষ দিয়ে নিতি করি হট্টগোল,
এমনি করে যায় কি চলা? শুধুই কলরোল।


আমরা যারা গরিব মানুষ সদাই তোমায় ডাকি,
বিত্তশালী, অহংকারী দেয় যে তোমায় ফাঁকি।
তবুও তারা থাকে ভালো,
দিনকে বানায় আঁধার কালো,
সর্বদর্শী হে ভগবান! কোথায় তোমার বাস?
কেমন তোমার লীলাখেলা? কেমন পরিহাস?


তোমার সৃষ্টি নীল-নীলিমায় পাখ-পাখালি উড়ে,
কাজল মাখা মেঘ-বালিকা মনের সুখে ঘুরে।
বাদল ঝরা শ্রাবণ দিনে,
গরিব-দুখি ছাউনি বিনে,
গাছের নিচে অনাহারে ধুঁকে ধুঁকে মরে,
কেমনে তুমি নীরব থাকো সুখের সরোবরে?


দেখা দিয়ে দুঃখ নাশো, দূর করে দাও ভীতি,
তোমার সৃষ্টি সুখ-বাগানে গাইবো মধুর গীতি।
থাকো তুমি সবার পাশে,
সুখে-দুখে, কলহাসে,
দূর করে দাও গরিব-দুখি, উঁচু-নিচু ভেদ,
তবেই সবাই সুখি হবো, থাকবে না তো খেদ।


১১/০৮/২০২১ ইং