ভাবছো বুঝি তোমার আঘাত দিবে আমায় কষ্ট?
তোমার দেয়া কষ্টে আমার জীবন হবে নষ্ট?
ভুল ভেবেছ, কষ্ট আমায় দেয় না কষ্ট আর,
তোমার দেয়া আঘাত আমার কন্ঠে মুক্তা হার।


সকল আঘাত নীরব মহি যেমন সয়ে যায়,
তোমার আঘাত তেমনি আমি মাখবো না আর গায়।
সুখের সময় নাইবা ডাকলে নাইবা বাসলে ভালো,
দুঃখের দিনে ডাকলে আমায় ঘুচিয়ে দিব কালো।


আমার ব্যথার ভাগ তোমাকে আর দেবো না আমি,
কষ্ট আমায় কষ্ট দিলেও হাসবো দিবস-যামী।
তোমার ব্যথায় আমার আঁখি উঠবে ভরে জলে,
তোমার ও মুখ সজল চোখে দেখবো পলে পলে।


তোমার আঘাত ভুলে থাকার উপায় আমার জানা,
ফুলের সাথে কবো কথা নেই তো কোন মানা।
কষ্ট পাহাড় বুকে নিয়ে উঠবো পাহাড় বেয়ে,
কষ্ট ঘামে ভিজিয়ে শরীর উঠবো আমি নেয়ে।


দূরের থেকে দেখবে তুমি শরীর ভেজা ঘাম,
হয়তো তোমার ইচ্ছে করবে আসতে আমার ধাম।
সজল হওয়া জুড়িয়ে দিবে ঘাম ঝরানো দেহ,
চাইনা তোমার পাখার হাওয়া, চাইনা আমি গেহ।


এমনি করেই তুমি আমি থাকবো চিরকাল,
কোন ব্যথা-ই পারবে না তো করতে বেসামাল।
তোমার আমার দুঃখ-ব্যথা জানবে না আর কেউ,
জানবে শুধু দখিন-হাওয়া, জানবে নদীর ঢেউ।


১৫/০৯/২০২০ ইং