মনের আকাশ ছেয়ে গেছে আজ
সাদা-কালো মেঘে মেঘে,
ঝড়ের মতন ছুটে আসে রেগে
হতাশারা যেন বেগে।


স্বপ্নরা ধায় পিছনের দিকে
দিক ভ্রান্তের মতো,
কুয়াশা মাখানো হতাশা তখন
হেসে চলে অবিরত।


হৃদয় গগনে জ্বলজ্বলে ছিল
স্বপ্ন তারার সারি,
অনাহুত এসে ঢেকে দেয় যেন
নীরদ বাহিত বারি।


জীবনের পথ নয় তো সরল
রেলের মতন বাঁকা,
রোদ ঝলমলে জীবন উঠোন
কালো মেঘে পড়ে ঢাকা।


কখন নীরবে বিনে খামে আসে
মৃত্যুদূতের চিঠি,
ভয়ে ধরে ঘিরে আঁখি ভরে নীরে
ঘোলা হয়ে যায় দিঠি।


ভুলে ভরা এই জীবনের গান
থেমে যাবে একদিন,
কর্মের সুধা জ্বেলে যাবে আলো
চিরদিন অমলিন।


২৩/০৬/২০২১ ইং