তুমি আসবে বলে সকাল থেকে বসে আছি ঠায়,
সকাল গিয়ে দুপুর গড়ায় এলে না তো, হায়!
তোমার আশায় অহর্নিশি পথের পানে চাই,
ভোরের রবি তেজ বাড়িয়ে নিচ্ছে মাথায় ঠাঁই।
তুমি আসবে বলে--


কচি ধানের সবুজ খেতে বাতাস খেলে যায়,
তারই 'পরে সোনালি রোদ ঝিকমিকিয়ে চায়।
তোমার পদধ্বনি শোনার আশায় কাটে ক্ষণ,
পাখির কিচিরমিচির শুনে ব্যস্ত রাখি মন।
তুমি আসবে বলে--


এমনি করে দিনের শেষে সন্ধ্যা আসে নেমে,
দিনমণির আলোক প্রভা কখন গেছে থেমে!
এলে না তাই মনের দুঃখে চোখে আসে জল,
আশা দিয়ে এমনি ক'রে করলে কেন ছল?
তুমি আসবে বলে--


০২/০৫/২০২৩ ইং