ছাগলে খায় যা কিছু পায় পাগল বলে মন মতন,
ছাগল-পাগল কাজ করে না চলে শুধু উল্লম্ফ।
দেশের স্বার্থ চুলোয় দিয়ে আত্মস্বার্থে খুব যতন,
ছাগলে খায় যা কিছু পায় পাগল বলে মন মতন।
নর্দমাতে ছাগল-পাগল খুঁজে ফিরে কোন্ রতন?
দেশের ক্ষতি করে তারা, করে শুধু লম্ফঝম্প।
ছাগলে খায় যা কিছু পায় পাগল বলে মন মতন,
ছাগল-পাগল কাজ করে না চলে শুধু উল্লম্ফ।


৩১/০৭/২০২১ ইং


গত দুদিন খুব ব্যস্ত থাকায় কারো কবিতায় মন্তব্য করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আজো সারাদিন ব্যস্ত থাকবো। সকল কবি বন্ধুর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।