উন্মুক্ত এ হৃদয় তোমাকে দিলাম--
নীলিমার নীল, আকাশের উদারতা, সবুজের সমারোহ
থরে থরে সাজিয়ে রেখেছি হৃদয়ের গহীনে,
শুধু তোমাকে দেবো বলে।
দূর্বা ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর মতো
এক পশলা বৃষ্টির স্নিগ্ধতা জমিয়ে রেখেছি
শুধু তোমার-ই জন্য।
ভোরের কুয়াশার চাদর মুড়ি দিয়ে
আসবে তুমি আমার কাছে।
হিমেল হাওয়া গায়ে মেখে
হারিয়ে যাব দুজনে পলাশ বনে।


হেমন্তের বিকেলে গঙ্গাবক্ষে ভাসবো দুজনে
রঙিন পাল তোলা নৌকায়,
গায়ে মাখবো সজীব  হাওয়া।
মনের পাখনা মেলে মুক্ত বিহঙ্গের মতো উড়বো
উন্মুক্ত আকাশে, মেঘের সাথে।


ক্ষণিকের জন্য মন থেকে মুছে যাবে--
হিংসা-ঘৃণা, লোভের আগুন,
ধর্ম-বর্ণ, জাত-পাতের হলাহল,
অবিমৃষ্যকারী রাজনীতিবিদদের মিথ্যের প্রহসন,
আর ক্ষুধার্ত মানুষের বিষন্ন কায়া।
শুধু মনে পড়বে--
পাশের বাড়ির ছোট্ট শিশুর অনাবিল হাসি,
হৃদয়ে উঠবে ভরে খুশি রাশি রাশি।


২৫/১১/২০২০ ইং