কত ফুল ফোটে রোজ কিছু ঝরে যায়,
কিছু ফুল স্থান পায় দেবতার পায়।
তারপর ভেসে যায় সাগরের জলে,
কত ব্যথা বুকে থাকে কেউ কি তা জানে?
কিছু ফুল শোভা দিয়ে করে বিমোহিত,
অনেক পুষ্পের গন্ধে হই যে মোহিত।
শিশুকন্যা এ সমাজে ফুলের মতন,
তাদের মানুষ করো করিয়া যতন।
মা-বাবার গৃহে তারা সৌন্দর্য বাড়ায়,
শ্বশুরের কুলে তারা প্রদীপ জ্বালায়।
সকলের সেবা করে তবু তার দোষ,
নিজেরা করে না কর্ম দেখায় আক্রোশ।
জননী-দারিকা-জায়া সংসারের আলো,
ওরা ছাড়া এ সংসার তমসার কালো।
সৃষ্টি ও স্থিতির জন্য অলঙ্ঘ্য আধার,
অঙ্গনার অকল্যাণে ভালো হবে কার?
ভালোবাসা দিবসের হোক অঙ্গীকার,
আত্মজার প্রতি যেন করি সুবিচার।


১৪/০২/২০২২ ইং


আজ বিশ্ব ভালোবাসা দিবস। সকল কবি বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা।