ভালোবাসা মানে তৃষিত বক্ষে কৃষ্ণচূড়ার লাল,
মন যমুনায় উতলা খুশির লাল-নীল-সাদা পাল।
ভালোবাসা মানে ফাগুন হাওয়ায় মিষ্টি রোদের তাপ,
নিষ্পাপ মনে শিশির হাসির অমলিন লাফ-ঝাঁপ।
ভালোবাসা মানে শাওন আকাশে জল ভরা মেঘরাশি,
কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো পলাশ হাসি।
ভালোবাসা মানে তটিনীর স্রোত কুল কুল বয়ে চলা,
চলন্ত পথে চরের মতন বেদনার ছলাকলা।
ভালোবাসা মানে কারো পথ চেয়ে উন্মনা বসে থাকা,
অকারণে মনে উদ্বেগ ভরা ভাবনারা আঁকাবাঁকা।
ভালোবাসা মানে কিছু অনুভূতি- প্রকাশে সাধ্য নয়,
সুখ-দুখ, নাকি বেদনা বিলাস- কিসের অভ্যুদ্বয়!
ভালোবাসা মানে সব হারানোর একটি মাত্র পথ,
বিজয়ী হলেই উড়ন্ত মেঘ অনন্দময় রথ।
প্রেম-ভালোবাসা, দুঃখ-বেদনা এভাবেই চিরদিন,
মানবের মনে উঁকি-ঝুঁকি মেরে বাজায় সুখের বীণ।
কেউ কেউ গড়ে সুখের সৌধ কেউ বেদনার তাজ,
প্রেম-ভালোবাসা মানবের মনে করে চিরকাল রাজ।


১৬/০২/২০২৪ ইং