ভালোবাসা বীজ ছড়িয়ে দিয়েছি নীল আকাশের গায়,
বিকশিত ফুল ঝরবে ধরায় রয়েছি প্রতীক্ষায়।


ফুলের আঘাতে দৈত্য দানব ভুলে যাবে পাপকাজ,
কুসুম কাননে পৃথিবী আবার সাজবে নতুন সাজ।


মানবে দানবে থাকবেনা ভেদ ঘুচে যাবে অনাচার,
ফাগুন হাওয়া খুশিতে বিলাবে সুপ্ত শান্তি তার।


হিংসা ও ঘৃণা দূর হয়ে যাবে পাখিরা হাসবে সুখে,
সাগরের ঢেউ ক্ষয়ে ক্ষয়ে এসে মিলাবে নদীর মুখে।


জায়া ও জননী, দুহিতার বুকে জাগবে নতুন আশা,
প্রকৃতির মতো শিশুরা হাসবে জাগবে নতুন ভাষা।


শিয়াল-শকুন ভুলবে হিংসা গাইবে নতুন গান,
মধুময় রাত মায়াবী জোছনা ফোটাবে হাসির বান।


মেঘেদের সাথে পাখিরা উড়বে নীল আকাশের গায়,
মন পাখি হয়ে উড়ে উড়ে আমি হারাবো মেঘমালায়।


ভালোবাসা পারে দূর করে দিতে হিংসা ও ঘৃণা সব,
মানুষের মনে এনে দিতে পারে শান্তির কলরব।


ভালোবাসা পারে বানাতে পৃথিবী স্বর্গের উদ্যান,
মানুষের মনে এনে দিতে পারে শান্তির জয়গান।


২৬/১০/২০২০ ইং