শিশুর মতো হও না সরল
মনটা কেন বাঁকা,
পরের ক্ষতি করার জন্য
চালাও কেন চাকা।


দীন দুনিয়ার মালিক যিনি
দেখেন তিনি সর্ব,
ইচ্ছে করলেই ভাঙতে পারেন
তোমার সকল গর্ব।


ক্ষমতার ওই শীর্ষে বসে
ভাবছো তুমি হেসে,
এভাবে দিন যাবে কেটে
সুখ-সাগরে ভেসে।


সুখ সে তো ওই স্রষ্টারই দান
না যদি রয় ভাগ্যে,
জেলে যাবে অপকর্মে
বলবে হুজুর, আজ্ঞে।


পরের ক্ষতি করা এবং
মিথ্যে বলা অংঘ,
থাকবে ভালো ছেড়ে দিলে
দুষ্টুলোকের সঙ্গ।


চন্দ্র-সূর্য সবার জন্য
বিলায় দেখো আলো,
নেই ভেদাভেদ উঁচু-নিচু
ফর্সা কিংবা কালো।


চন্দ্র-সূর্য-তারার মতো
উদার মনের যারা,
সত্য ন্যায়ের পথে থেকে
জীবন বিলায় তারা।


হয় না তাদের মৃত্যু জেনো
থাকে সবার শিরে,
মিথ্যাবাদী, অপরাধী
মরে ঘৃণার তীরে।


অহংকার আর দাম্ভিকতা
দেয় না থাকতে সুখে,
ভালোবাসায় ফোটানো যায়
হাসি সবার মুখে।


০৮/০৭/২০২১ ইং


অংঘ-পাপ