মানিক বাবু তোমার মতো গুণী মানুষ কই?
অস্কার পেলে সিনেমাতে, লিখলে কত বই!
তোমার সৃষ্টি ফেলুদা এক মস্ত গোয়েন্দা,
বুদ্ধির প্যাচে গিট্টু খুলে কত না ধাঁধা!


এ কালের সব কবি-লেখক ভীষণ ধান্দাবাজ,
তৈল মর্দনে তাঁরা বাগায় নানান রকম কাজ,
খ্যাতি এবং বিত্তের লোভে বিক্রি হয়ে যায়,
তোমার মতো সত্যের সাধক পাই বলো কোথায়?


তোমার আঁকা বিস্ময় ছবি পত্রবিহীন গাছ,
ছবি তো নয়, যেন বিস্ময় ভরা দীপ্ত ছাঁচ!
শাখায় শাখায় ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তানগণ,
বলছে ডেকে- ভণ্ডামি ছাড়! কর সাহসে রণ!


জন্মদিনে তোমায় জানাই হাজার নমস্কার,
দেশের চরম দুর্দিনে আজ তোমাকে দরকার।


০২/০৫/২০২৩ ইং


ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে। হঠাৎ প্রখ্যাত চিত্র পরিচালক, লেখক এবং নানা গুণে গুণান্বিত সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে নিয়ে কিছু লেখার জন্য কৌশিকদার আবদার। স্বল্প সময়ের প্রচেষ্টায় এই ক্ষুদ্র লেখা! উৎসাহ দেয়ার জন্য কৌশিকদাকে জানাই অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা।সত্যজিৎ রায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। উল্লেখ্য গত ০২/০৫/২০২৩ ইং তারিখে ছিল তাঁর জন্মদিন।


পুনশ্চ -"এ কালের সব কবি লেখক ভীষণ ধান্দাবাজ" এখানে ছন্দের প্রয়োজন মেটাতে "সব" বলেছি বটে! আসলে সবাই নয়। তবে প্রতিষ্ঠিত কবিরা প্রায় সবাই! আমাদের মত যারা অ্যামেচার তারা সম্ভবত কেউ নয়।