পুণ্য লোভাতুর অভাগী মোক্ষদা--
পুণ্য সঞ্চয়ের আশায় সাগর স্নানে গিয়ে
বিসর্জন দিয়েছিল তার একমাত্র শিশুপুত্র--
তেমনি পুণ্য লোভাতুর এ দেশীয় সাধু-সন্ন্যাসীরা
প্রবল প্রতিপক্ষ মহামারী করোনা কে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুম্ভ মেলায় শাহী স্নান করে
সমাদরে আমন্ত্রণ জানিয়েছে করোনাকে
ব্যাপক বিস্তৃত কুম্ভ মেলার কারণে
সময়ের দুরন্ত পাখায় ভর করে
জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে করোনা রোগী
মোক্ষদার নাবালক শিশুপুত্রের মতো
এদের পুণ্য সঞ্চয়ের বলি হচ্ছে
প্রতিদিন হাজার হাজার ভারতীয়--
গঙ্গা-যমুনায় ভাসছে অজস্র দুর্ভাগা লাশ--


প্রধানমন্ত্রীর কথায় কর্ণপাত করে না যারা
কেমন সন্ন্যাসী তারা--?
কোন পুজোয় লাগবে তাদের--?!


তারাই সত্যিকারের সাধু-সন্ন্যাসী
যারা স্বীয় পুণ্য সঞ্চয়ের চেয়ে দেশের জনগণের
মঙ্গলকে গুরুত্ব দেয় অধিক--
পুরাকালের ভারতীয় সাধু-সন্ন্যাসীরা ছিলেন
আকাশের মতো উদার এবং প্রকৃত জ্ঞানী,
দূরদর্শী, জনগণের মঙ্গলাকাঙ্ক্ষী--
আর এ কালের সাধু-সন্ন্যাসীরা--?
স্বর্গারোহনের লোভে আত্মস্বার্থে মগ্ন, ভণ্ড--


এরা সবাই যমরাজের চেলা--


২০/০৫/২০২১ ইং