তোমার নাম দিয়েছিলাম "মেঘে ঢাকা তারা"
তোমার সাবলীল অভিনয়ে মুগ্ধ হতাম
বিমোহিত হতাম তোমার শিশির সৌন্দর্যে
মুখোমুখি দেখার সুযোগ ছিল না কখনো


জীবনের পড়ন্ত বেলায় তুমি আসক্ত হলে বিষাক্ত কাঁটার মায়ায়
ভুলে গেলে নিজের ব্যক্তিত্ব এবং মর্যাদা
পা মেলাতে শুরু করলে মিছিলে
বদলের অঙ্গীকার নিয়ে "মোমবাতি মিছিলে"
অজস্র মিছিলে--
বিবেকের ঘরে তালা মেরে অপেক্ষায় থাকতে কারো নির্দেশের
হয়ে গেলে তার খেলার পুতুল--


এখন কাঁটার আঁচড়ে রক্তাক্ত তুমি
আজ বলছো- এ বদল আমি চাইনি
এত খুন! এত সন্ত্রাস!! কখনো চাইনি
এরকম তো পাঁচ বছর আগেও হয়েছিল
কিছুদিন, কিছু মাস আগেও হয়েছিল
তাহলে এত বিলম্বিত বোধদয় কেন?
তবে কি প্রখর দৃষ্টিশক্তি এবং অনুভূতির দেয়াল ঢেকে রেখেছিল "ভাতার প্রাচুর্য"?
নৈরাজ্যের অথৈ সাগরে ডুবলে তুমি
অগণিত ভক্তের হৃদয় থেকে মুছে গেল তোমার পুষ্পিত নাম


২১/০৭/২০২৩ ইং