নিজের স্বার্থে অকাজ করতে
দারুন মজা লাগে,
অন্য কেহ করলে ওই কাজ
চাও যে ভীষণ রাগে!


খুঁটির জোরে যখন তখন
সাজো চতুর চামার,
সুযোগ এলেই তোমার চামড়া
তুলবো এনে কামার।


এক মাঘে যে যায় না শীত
বুদ্ধিমানে জানে,
লুটে নাও না মনের মতো
বুঝবে পরে মানে।


রঙিন সুতা বাহির হবে
দেখবে চোখে আঁধার,
তখন তুমি যতই কাঁদো
ভিজবে না মন রাধার।


৩১/০৩/২০২১ ইং