বাবার আদর মায়ের স্নেহ যায় কি কভু ভোলা?
যত দূরেই যাও না কেন হৃদয়ে দেয় দোলা।
রৌদ্রদাহে তপ্ত দেহে এলে ফিরে ঘরে,
ক্লান্তি নাশে, শান্তি আসে কাহার মধুর স্বরে?
সে যে আমার জন্মদাত্রী আদরিণী মা,
অকারণে আমরা তাকে দিচ্ছি যাতনা।


বিয়ের পরে স্বার্থের মোহে যাচ্ছি চলে দূরে,
মা জননী ভাঙা ঘরে কাঁদছে করুণ সুরে।
যত্ন করে বৃদ্ধাশ্রমে কেহ মাকে রাখে,
ছেলের আশায় বৃদ্ধ মাতা চায় যে পথের বাঁকে।
আসবে একদিন এমন সময় আমরা হবো বুড়ো,
সন্তান তখন কষ্ট দেবে হৃদয় হবে গুঁড়ো।


ইতিহাসের পাতায় পাতায় শিক্ষা আসে ফিরে,
আমার দেয়া কষ্ট একদিন ধরবে আমায় ঘিরে।
ভাসবো তখন চোখের জলে ডাকবো ভগবান,
দুঃখ-কষ্ট সয় না যে আর নাওনা আমার জান।
আমরা ভুলি, স্রষ্টা কিন্তু যায়না কিছু ভুলে,
উচিত শিক্ষা দিয়ে তিনি নিবেই নিবে তুলে।


১৩/০২/২০২১ ইং