রাতে কত বিচিত্র রকমের শব্দ হয়
তারপরও জোড় দাবি করি রাত নিরব,
এমনও শব্দ আছে যার সাথে নেই কারো পরিচয়
উৎস সন্ধানে ভবানী প্রসাদ জানে না এর উদ্ভব।।


চারপাশ নিকষ কালো মিচমিচে যেন
আলোহীন শহরের বাসিন্দা ; আমি শুয়ে আছি,
চোখ বন্ধ করেছি আচমকাই অচেনা পথে হাঁটছি কেন?
সবাই ভীষণ ব্যস্ত যা আছে আমার কাছাকাছি।।


এই যা! ঢাকনা খোলা ম্যানহোলে পড়লাম
পঁচা পানির উপরে পড়ে আছে মরা ইঁদুর,
তারই পাশ ঘেঁষে পাড়ের দিকে সাঁতরালাম
সেকি! পাড় যে দেখছি বহুদূর।।


ড্রেনে পড়লাম সেটা নদী হয়ে গেছে আচমকা
পানির নিচে কেউ পা টেনে ধরলো ভাবতে ভাবতে,
চিৎকার করবো কি আবিষ্কার করলাম
পানির নিচেও পারছি দিব্যি নিঃশ্বাস নিতে!!


শৈবালের পিছে দেখি কিছু আলোর ঝিলিক
এগিয়ে দেখি মুক্তা সমেত মুখ খুলেছে ঝিনুক,
মুক্তা ছুঁতেই আমি ঝিনুক গর্ভে, অবস্থা বেগতিক
পরক্ষণেই সামনে এলো এক অচীন শহরের বুক।।


থেমে থেমে গুলি বর্ষণ সেকি ভয়ানক
মনে হলো যত্রতত্র যেন মাইন পুঁতে রাখা,
এমন সময় পাকরাও করলো আজব আগন্তুক
আমায় পেয়ে অট্টহাসি মুখটা করে বাঁকা।।


আমি তখন ইন্টারোগেশান চেম্বারে বসা
অমনি যেন চেয়ার সুদ্ধ আকাশ থেকে নামি!
আমায় ধরতে জাল বুনেছে বিশাল মাকড়সা
ধপাস!! লাফিয়ে উঠি কোথায় আমি??


ওহ্ স্বপ্ন দেখছিলাম তাহলে
খাট থেকে পড়ে গিয়ে কনুই ছিঁড়ে গেছে
একা মানুষের কোয়ারান্টাইন কাকে বলে
জানলা দিয়ে উঁকি মারি দেখি কয়টা বেজেছে।।


: রনি পারভেজ (#JD)