জ্যোৎস্নার আলো


দিন যায় হারিয়ে অচেনা পথের বাঁকে
নিশ্চুপ দাঁড়িয়ে আমি অগোছালো তুচ্ছ পথিক,
তবু খুঁজছি আজও নিজের গন্তব্যটাকে
শুধু সংশয়, কোনটা ভালো মন্দের দিক।।


জীবনে সত্য কি মিথ্যের চেয়ে বেশী
ভুল সঠিক অনেক বড় হয়ে দাঁড়ায়,
ভুল কিছু থাকে যদি সত্যের পাশাপাশি
পবিত্রতা তার বাস্তব মাধুর্য হারায়।।


তাইতো সিদ্ধান্ত এখন ভাবার বিষয়
আমার আমিত্মটা কার হবে উপযুক্ত,
আমি অযোগ্য, তাই যেটা হবার নয়
সেটা নিয়ে জড়াজড়ি করে কেন হব ত্যক্ত??


স্রোতের টান হারিয়ে ভাটার পথে আমি
ভাঙ্গা মাস্তুল, ছেড়া পাল ধারী কিস্তি,
হৃদয়ের রক্ত ক্ষরণে রঙিন স্বপ্ন ভুমি
তাই উড়াল পাখিটাকে ছেড়ে দিয়ে পাই স্বস্তি।।


হতাশা নিয়ে বেঁচে থাকার চেয়ে, বরং
মিষ্টিমতির চলে যাওয়াটাই ভালো,
যার জীবন ক্যানভাসে নেই ভালোবাসার রং
সে না পারে ছড়াতে প্রেমভূমিতে জ্যোৎস্নার আলো।।


লেখকঃ রনি পারভেজ (#JD)
CREATED ON: 07-03-2014