আমি আমারে হারাইছি শুরুতে
আর তুমি এত বছর পর হারানোর ভয় দেখাও?
কপালে মায়ে কালির দাগ দিতো না তিলের জন্যে
সেই নজরবন্দী করতে বৃথাই চোখ রাঙাও।
কয়লারে আগুনের উত্তাপ কি বুঝাইবা কও
সে জ্বলে বলেই দীপ্ত শিখা উষ্ণতা বিলায়
তোমার চোখে সেগুলা সাবলীল নিত্যকার
মনোযোগী হইয়া দ্যাইখো, পইরা যাইবা দ্বিধায়।
পাগলের হাসিতে কেবল যদি বেখেয়াল হাসিই থাকে
বুক ভইরা বাতাস নেয়াও তাইলে পাগলামি তার
তোমার চোখের অশ্রুপাত গাল গড়াইয়া পড়ে
পাগলের চোখে দ্যাইখো জল শুকাইয়া একাকার।
বানের নদী ভাসাইয়া সব গিলা খাইলো কূল
মরুর বুকে চলে দারুণ খরা তুমি বুঝবা না তেষ্টা,
মানুষ রূপিরে মানুষ বলতে সমাজের জাত গেলে
আমার চোখে না তুমি তোমার চোখে মিলাইও শেষটা।



কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৪/১১/২০২২ (রাত ৮ঃ৩০)