একুশ..... //


সময়, "অতন্দ্রি ফুলেল নেশা ফাল্গুনে
শীতল আভা চাদরাবৃত লোম কূপে "
খোলা পদ সেই যে ভারাক্রান্ততা মনে
পলাশ দগ্ধ তার আঁখিজলের তাপে!
তব অকাল প্রণয় রুখে বিদীর্ণতা
তাঁরা চলে গিয়ে, কোলশূন্য ব্যাথিত মা!
মাতৃকূলে বুলি কত সোনালী মমতা
চলে গিয়ে ফেরা যে ছোটনের খালি পা!


মন্থর স্মৃতি জুড়ে দামামা বাজায় কে?
রক্তের লালে দ্যাখো দেখি শেওলা জমা!
প্রভাতফেরির অম্লান নিরব হাঁকে
মনে করায় ভাইয়ের রক্তাক্ত জামা
'অ', 'আ', 'ক', 'খ' পেয়ে যেন মুক্তি নিরঙ্কুশ
ব্যথার হৃদয়, কাঁদে যে দগ্ধ একুশ!!


#JD