বার্ধক্য কাননে আর ফুটে নাই ফুল
শুকায়েছে অযত্নের রুক্ষতায়,
কুঞ্চিত কুন্তল রাশি হয়েছে উধাও
লোল চর্ম হতে আজ বিষাদ ছড়ায় ৷


মুক্তা-সম দন্ত-রাজি হয়েছে উচ্ছেদ
বলহীন শরীরের শুধু ইচ্ছাই সম্বল,
ঝাপসা দৃষ্টির অন্তরালে প্রিয়জন
স্মৃতি চোখে আজ, গায়ে কষ্টের কম্বল ৷


বিম্বাধর সুধাহীন বয়সের তাপে
সুকোমল বাহুডোর আজ অস্থিসার,
চাওয়া পাওয়ার হলো অবসান
আজ প্রাণ আছে শুধু, জীবন অসার ৷