ভাঙার খেলায় মেতে আছি আমরা সবাই বেশ,
কেউ ভাঙছে সমাজ দেখি, কেউবা ভাঙে দেশ ।

কখনো ভাঙে দোকান বাজার কোথাও ভাঙে ট্রেন
রাজনীতির এই নোংরা খেলায় খাটছে কত ব্রেন।

জাতের নামে উসকানিতে সমাজ দেখি ভাঙছে,
হিংসা দ্বেষ বুকে নিয়ে আজ সবাই কেন জ্বলছে ।

ভাঙছে আইন ভাঙছে কানুন ভ্রষ্টাচারির দল
ভাঙছে রীতি ভাঙছে নীতি দেখিয়ে বাহুবল ।

ভাঙছে কেউ নিজের ঘর পরকীয়ার সুখে
ভাঙা সংসার নিয়ে কেউ জীবন কাটায় দুখে।

কারো হৃদয় ভেঙে কেউ কতোই মজা পায়
ভাঙা হদয় নিয়ে কারো জীবন ভেসে যায়।

আরো কত আছে বাকি ভাঙার তো নেই শেষ
সব ভাঙার হয় না আওয়াজ, আমরা আছি বেশ।