আমার মনেও ইচ্ছা ভীষণ
উড়বো পাখায় চিরবো গগন
দেখবো জগৎটাকে,
ইচ্ছা তো হয় থাকতে সোজাই  
দাঁড়াতে চাই নিজের পায়েই
রাখি উঁচু মাথাটাকে৷

সদা মনে ভয় আর জাগে লাজ
দাঁড়াতে পারি না সোজা হয়ে আজ
আপনার দুটি পায়ে,
হাজার প্রশ্ন তোমরা ওঠাও
রঙিন স্বপ্ন কেন উধাও
কিসের, কাহার দায়ে৷

নাই অর্জিত অর্থের ঘ্রাণ
বেঁচে আছি যেন প্রাণহীন প্রাণ
পড়েছি বিষম ফাঁদে,
মান সম্মান ভুলে গেছি আজ
নেইকো চাকরি নেই কোনো কাজ
ফাইলে ডিগ্রি কাঁদে।

ভিক্ষার ঝুলি দিয়েছে “মা” হাতে
ঝরছে অশ্রু ভিক্ষার ভাতে
খাই জীবনের দামে,
কেনরে মা তোর হলো হেন মতি
থামিয়ে দিলি যে জীবনের গতি
ব্যর্থ "মা" তুই নামে৷

জীবনে স্বপ্ন ছিলো আরো কতো
কাটছে এখন সরীসৃপের মতো
চরণ চুমে চুমে,
আজ শুধু এই দুঃখ জাগে মনে
যাবার কালে কী দেবো সন্তানে
এই ছন্ন রঙ্গভূমে৷